মাউস কী ? ( What Is Mouse in Bangla)

মাউস হলো একটি ইনপুট ডিভাইস (input device), যেটার আসল বা মূল নাম হলো pointing device.
মাউস এর মূল কাজ হলো ইউসার দ্বারা কম্পিউটারে ইনপুট প্রদান করা বা ইউসার দ্বারা কম্পিউটারকে নির্দেশ দেওয়া।
এর ব্যবহার করা হয়, “কম্পিউটার স্ক্রিনে আইটেম এর নির্বাচন করা”, “আইটেম গুলোকে খোলা বা বন্ধ করা”, “কপি – পেস্ট করা” ইত্যাদির ক্ষেত্রে।

মাউস এর পূর্ণরূপ কি ? 

মাউস এর পূর্ণরূপ বা মাউসের ফুল ফর্ম হল Manually Operated User Selection Equipment 

মাউস কে আবিষ্কার করেন ?

ডগলাস এঞ্জেলবার্ট (Douglas Engelbart) 1964 সালে সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। 

Mouse Button:

  • Left Button
  • Right Button
  • Scroll Wheel

FAQ

1.  মাউস কোন ধরনের ডিভাইস ?
উত্তর : কম্পিউটার মাউস হলো ইনপুট ডিভাইস । 

2. মাউসের কয়টি অংশ ?
উত্তর : তিনটি অংশ right button, left button, wheel button ।
3. মাউস কি আউটপুট ডিভাইস ?
উত্তর :  না ।
4. তারবিহীন মাউস কে কি বলে ?
উত্তর : wireless mouse or, Bluetooth Mouse ।
মাউস এর কাজ কি ? 
১. মাউস এর প্রধান কাজ হল কম্পিউটার স্ক্রিনের কার্সর এর গতিবিধি নিয়ন্ত্রণ করা।